গাজীপুর অফিস: বাংলা ১৪২২ সালেল পহেলা বৈশাখ গাজীপুর জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বর্ষবরণের উৎসব ছড়িয়ে গেছে নিভৃত পল্লীতেও।
সকাল থেকে রাত পর্যন্ত জেলার অসংখ্য স্থানে বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে।
গাজীপুর রাজবাড়ি মাঠে জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী মেলা শুরু হয়েছে। পহেলা বৈশাখের বাঁধ ভাঙা উচ্ছাস শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়েছে।
গাজীপুর সদরের বাড়িয়া এলাকায় ঐতিহাসিক বিল বেলাই নামক স্থানে বিলের পাড়ে অষংখ্য বৈশাখী অনুষ্ঠান হয়েছে। এর মধ্যে চেতনা গাজীপুর নামে একটি সাংস্কৃতিক সংগঠন সব চেয়ে বড় ও ব্যাতিক্রমধর্শী অনুষ্ঠান করেছে।
চেতনা গাজীপুরের সভাপতি এ কে এম রিপন আনসারীর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জাহিদুর রহমা বকুলের সঞ্চালনায় বেলাই বিলের পাড়ে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি বাংলাদেশ সুপ্রীম কোটের আইনজীবী এড. আনোয়ার হোসেন, সহ সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, সাংগঠনিক সম্পাদক মোস্তফা হোসেন আজাদ, আইন বিষয়ক সম্পাদক এড, সিরাজুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক শাহান সাহাবুদ্দিন, সমাজ কল্যান সম্পাদক কে এইচ শাওন, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা নূর, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া, প্রচার সম্পাদক হাসান মামুদ,শিক্ষা বিষয়ক সম্পাদক তুহীন সোরোয়ার, জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক আলী আজগর খান পিরু, ধর্ম বিষয়ক সম্পাদক সামছুদ্দিন প্রমূখ।