বন্যার তোড়ে ভেঙে যাওয়া নেত্রকোনার মোহনগঞ্জ রেল ব্রিজ মেরামতের ৫ দিন পর বিচ্ছিন্ন থাকা যোগাযোগ চালু হবে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে।
এ তথ্য নিশ্চিত করেছেন বারহাট্টা উপজেলা স্টেশন মাস্টার গোলাম রাব্বানী। তিনি জানান, পূর্বের ন্যায় মোহনগঞ্জ থেকে রেল যোগাযোগ শুরু হবে বৃহস্পতিবার সকাল থেকে। গত ৫ দিনে ভেঙে যাওয়া ৩৪ নম্বর রেল ব্রিজটি মেরামত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুন সকালে ঢলের পানিতে ভেঙে ভেসে যায় ব্রিজটি। এ সময় স্থানীয়রা দেখে সংশ্লিষ্ট স্টেশন মাস্টারকে অবহিত করলে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর আন্তঃনগর ট্রেনটি বন্ধ রাখা হয়।
এরপর বন্ধ হয়ে পড়ে ঢাকার সাথে রেল যোগাযোগ। পরদিন নেত্রকোনা থেকে ট্রেন চলাচল শুরু হলেও মোহনগঞ্জ পুরো ৫ দিন বিচ্ছিন্ন ছিল।
গত ৫ দিনে ব্রিজ মেরামতের পর বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে মেরামত কাজ। রাতে বারহাট্টা স্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করে বলেন মোজনগঞ্জ থেকে ঠাকুরাকোনা পর্যন্ত ২৩টি ব্রিজ রয়েছে।