আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। তারকা এই ক্রিকেটারের সামনে এখন শুধুই ভারতের রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়ায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাটিংয়ে দারুণ করেন সাকিব। দুই ইনিংসেই তিনি হাফসেঞ্চুরির দেখা পান। যেখানে প্রথম ইনিংসে ৫১ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬৩ করেন।
সাকিবের দুই ধাপ উন্নতিতে পেছনে পড়েছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন ও ক্যারিবীয় জেসন হোল্ডার।
এর আগে ২০১১ সালের ডিসেম্বরে সাকিব প্রথমবারের মতো টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন। পরবর্তীতে দারুণ পারফরম্যান্সে এই পজিশনের আশপাশই থেকেছেন।
বর্তমানে সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬। তবে ৩৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা জাদেজাদে টপকাতে হলে আরও অনেক দূর যেতে হবে।
এদিকে ব্যাটিং র্যাংকিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। ১৪ ধাপ এগিয়ে তিনি ৩২তমস্থানে জায়গা করে নিয়েছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট।
অ্যান্টিগা টেস্টে এক ইনিংসে ৫ উইকেটসহ ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়া কেমার রোচ ৪ ধাপ এগিয়ে আটে চলে গেছেন। টেস্টে বোলিং র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স