পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মঙ্গলবার (২১ জুন) পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৩০৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৪ হাজার ৯২৪ জন। এদিকে সৌদি গিয়ে এ পর্যন্ত ছয় হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সবশেষ তথ্য অনুসারে, মঙ্গলবার পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ঢাকা জেলার বিউটি বেগম (৪৭) এবং রংপুরের মো. আবদুল জলিল খান মারা গেছেন। বিউটি বেগমের পাসপোর্ট নম্বর-EA0009584 এবং মো. আবদুল জলিল খানের পাসপোর্ট নম্বর-BX0552614।
এ নিয়ে সৌদিতে গিয়ে ৬ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং নারী ২ জন। এই ৬ জনের ৪ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। বার্ধক্যের কারণে তাদের সবার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হজের জন্য বাংলাদেশ থেকে ফ্লাইট ছেড়েছে ৭৮টি। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৩টি, সৌদি এয়ারলাইন্সের ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়েছে ৫টি।
এছাড়া সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে সার্ভিস সংখ্যা ৯ হাজার ৩৬৬টি, চিকিৎসাকেন্দ্র থেকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ২ হাজার ৯২৬টি, মোট ইস্যু করা ভিসা ছিল ৮১ দশমিক ৪৬ শতাংশ। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৪ দশমিক ৯৯ শতাংশ ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ছিল ৮০ দশমিক ৪৫ শতাংশ।
এক নজরে হজের আরও কিছু তথ্য:
• চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই (চাঁদ দেখার ওপর)
• সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ)
• বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
• ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯টি।
• হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট চালু হয় ৫ জুন।
• হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই।
• হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই।
• হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।