টের পাই
মু হ সী ন মু নী র
তোমার অবহেলা আজকাল আমি খুব টের পাই
টের পাই তোমাদের সব ফিসফাস কথাগুলো!
মানুষও শেয়ালের চেয়ে চতুর হয়েছে টের পাই;
ঘুমের ঘোরে বেড়ালের হেটে যাওয়াটাও টের পাই।
মুখোশের আড়ালে মানুষ খুব হাসে
আমি টের পাই,
মানুষের বন্ধন আলগা হয়ে গেছে খুব
টের পাই।
প্রতিদিন মানুষের বদলে যাওয়া আমি
টের পাই;
সব আবাদী জমি নিষ্ফলা হবে আমি
টের পাই।
আয়নায় বন্ধুর মুখ ভাসবে না আর
আমি টের পাই;
কথা দিয়ে কথা আর রাখবেনা কেউ
আমি টের পাই।
লোভের কাছে সবাই পরাভূত হবে
আমি টের পাই!
দখল দূষণে সব নদী হারাবে একদিন
আমি টের পাই।।
হক কথা আর কেউ বলবেনা জানি
আমি টের পাই;
সব সুন্দর নির্বাসনে যাবে একদিন
আমি টের পাই!
সবুজ আর নিসর্গ হারিয়ে যাবে
আমি টের পাই।