তিন মামলায় হাইকোর্টে আগাম জামিন নিতে হাইকোর্টে উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে দুপুরের পর জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে। পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় এসব আবেদন করা হয়েছে। এর মধ্যে পল্টন থানার মামলাটি পুলিশ দায়ের করেছে ২০১৪ সালের ২৮শে ডিসেম্বর। বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে এ মামলায়। গত ৪ঠা জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলার বাদীও পুলিশ। শাহবাগ থানার মামলাটি ২০১৪ সালের ৬ই মার্চ দুর্নীতি দমন কমিশন দায়ের করে। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস মেয়র পদে প্রার্থী হলেও এখনও প্রচারণায় নামতে পারেননি। তার পক্ষে স্ত্রী আফরোজা আব্বাস প্রচারণা চালাচ্ছেন।