আরো বৃষ্টি হতে পারে

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশে আরো বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের বুলেটিন অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

তাড়াশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ২২ ডিগ্রী সেলসিয়াস।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *