ফখরুলসহ ৫৯ জনের অভিযোগ গঠনের শুনানি মুলতবি

Slider বাংলার আদালত


বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৮ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

মঙ্গলবার (২১ জুন) এ মামলার অভিযোগ গঠনের শুনানি মুলতবি চেয়ে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক ফাতেমা ফেরদৌস এ আদেশ দেন।

এদিন শুনানিতে ফখরুলসহ জামিনে থাকা অন্য ৫৪ জন আদালতে উপস্থিত ছিলেন। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকায় বুলু অনুপস্থিত ছিলেন। অন্য ৩ জন মারা গেছেন বলে আদালতে জানানো হয়।

জানা গেছে, ২০১৫ সালের ৬ জানুয়ারি সকাল ১০টা ১০ মিনিটে দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করে। একপর্যায়ে তারা দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ বাদী হয়ে ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালের ৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই দেওয়ান উজ্জল হোসেন ফখরুলসহ ৫৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত না হওয়ায় মামলার অভিযোগ থেকে বাংলাদেশ জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি আন্দালিব রহমান পার্থ ছাড়া আরও দুজনের নাম বাদ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *