ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে এক টন হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে।
সোমবার (২০ জুন) বেলা ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি গেট দিয়ে এক টন (২০০ কার্টুন) হাড়িভাঙ্গা আম হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেল পুলিশ সুপার জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদারসহ স্থানীয় গোয়েন্দা সংস্থা।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পুলিশের ডিআইজি সুকেশ জেল, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শেখ মারেফাত তরিকুল ইসলাম, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট আজিজুল আলম ও এস কে ইমাদ।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার শেখ মারেফাত তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারো কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা উপহার হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন। এর মাধ্যমে দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আমরা আশা করি।
তিনি আরো বলেন, এ শুভেচ্ছা উপহারে দু’দেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।
সূত্র : ইউএনবি