বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে বিমান বাহিনী

Slider জাতীয়

সিলেটে ভারি বর্ষণের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী পর্যবেক্ষণ, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। রোববার (১৯ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিএআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় জাতীয় যেকোন দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে। রোববার বিমান বাহিনীর একটি এডব্লিউ-১৩৯ সার্চ অ্যান্ড রেসকিউ হেলিকপ্টারের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর, তাহেরপুর এবং দিরাই এলাকার পানিবন্দি লোকজনের মধ্যে ত্রাণ বিতরণে সহায়তা করে।

এর আগে একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ মিশন পরিচালনা করা হয়েছে। এছাড়াও, যেকোনো সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মৌলভীবাজারে অবস্থিত বিমান বাহিনীর স্টেশন শমশেরনগরে বিমান বাহিনীর ২টি হেলিকপ্টার ও ১টি পরিবহন বিমান প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *