রমজান আলী রুবেল শ্রীপুর গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার ,কাওরাইদ ইউনিয়নের, জাহাঙ্গীরপুর,গলদাপাড়া,হয়দেবপুর সহ,কয়েকটি গ্রামের মানুষ প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে পাঁচ গ্রামের হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাচ্ছেন।
এই রাস্তা দিয়ে এলাকার কৃষক, শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশার মানুষ চলাচল করে।
স্থানীয়রা জানান, দ্রুত ওই রাস্তাটি পাকা না করা হলে এলাকার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।
জানা গেছে, উপজেলার কাওরাইদ ইউপির আব্দুল হাই চেয়ারম্যান চৌরাস্তা মোড় থেকে বারতোপা হয়ে হয়দেবপুর চার রাস্তার মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার অবহেলিত এই কাঁচা রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে থাকলেও নেই পাকাকরণের উদ্যোগ। এ রাস্তা দিয়ে ময়মনসিংহ জেলার রাজই জালো বাজার গ্রামের হাজারো মানুষ আসা যাওয়া করে।
সামান্য বৃষ্টির পানিতে মাটি গলে কাঁদায় পরিণত হয়। পুরো বর্ষা মৌসুম জুড়েই রাস্তাটি কাঁদা পানিতে একাকার হয়ে পড়ে। ফলে এ রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে বেকায়দায় পড়তে হয়। এতে তাদের ভোগান্তি ও ব্যয় দুটিই বাড়ে। এছাড়া এ রাস্তা দিয়ে এলাকাবাসী ইউনিয়ন পরিষদে ও শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে।
জানা যায় বর্তমান ক্ষমতাসীন দলের, ইউপি সদস্য ও নেতা, ক্ষমতার অপব্যবহার করে, অবৈধভাবে মাটি কাটা ও ব্যবসার সাথে জড়িত থাকায় এলাকার মানুষ ভয়ে কিছু বলছে না।
জানাযায়, কাওরাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য, আব্দুস সামাদ, ৫নং ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি, নুরুল হক বাবলু মন্ডল, মাইনুদ্দিন মাস্টার সহ, কয়েকজনের নাম রয়েছে অবৈধ মাটি কাটার তালিকায়।
গলদা পাড়া গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন বলেন, একদিকে রাস্তার বেহাল দশা অন্যদিকে বিষাক্ত মোবিল ফ্যাক্টরি গ্যাস,
জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও দীর্ঘ দিন ধরে এ রাস্তাটি কাঁচাই রয়ে গেছে। বর্তমানে কাদা রাস্তার কারণে ধান কাঠাল মৌসুমী ফল সহ অন্যান্য ফসল হাটবাজারে বিক্রি করতে খুবই কষ্ট করতে হয়।
১০১নং হয়দেবপুর দরগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আছমা আক্তার বলেন, রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় গ্রামের শিক্ষার্থীরা অধিকাংশ সময় বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত হতে পারে না।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য, মমিনুল কাদের বলেন, কিছুদিন আগেও এ রাস্তাটি জনসাধারণের চলাচলের জন্য উপযুক্ত ছিল। ভারী যানবাহন ড্রাম ট্রাক চলার কারণে রাস্তাটির বেহাল দশা হয়েছে,
এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ কৃষকরা নিত্য প্রয়োজনীয় জিনিস হাট-বাজারে নিয়ে বিক্রি করে, অবৈধভাবে মাটি বিক্রি ও ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে, এ বিষয়ে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে, দ্রুত রাস্তাটি সংস্কারের কাজ করা হবে।
স্থানীয় ৫নং কাওরাইদ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক আজিজ বলেন, রাস্তাটি একবছর আগে কাজ করা হয়েছিল,অবৈধ মাটি ব্যবসায়ীদের কারণে রাস্তার বেহাল দশা,পুনরায় রাস্তাটির কাজের ব্যাপারে আলোচনা চলছে অতি শীঘ্রই রাস্তাটি সংস্কারের কাজ করা হবে। যে সকল অবৈধ মাটি ব্যবসায়ী জনগণের চলাচলের রাস্তাটি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।