বাজে ব্যাটিংয়ে নাখোশ ডমিঙ্গো

খেলা

চলমান সিরিজে ওস্টে ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে অল আউট। ছয় ব্যাটার পেয়েছেন শূন্য। সর্বোচ্চ ৫১ রানের ইনিংস অধিনায়ক সাকিবের ব্যাটে। ২৯ রান ওপেনার তামিমের। বাকিদের রান না বলাই ভালো।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ডাকের সংখ্যা নেই একটিও। তাই বলে রান আহামরি হয়নি। সম্মিলিত প্রচেষ্টার সাথে সপ্তম উইকেটে সাকিব ও সোহানের ১২৩ রান অবশ্য বাঁচিয়েছে ইনিংস হার থেকে। এবার ২৪৫ রানে অল আউট। সব মিলিয়েও অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ব্যাটিং মন ভরাতে পারেনি কাউকে। টাইগার ব্যাটারদের নাজুক ব্যাটিংয়ে তাই নাখোশ বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। তবে বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।

প্রথম ইনিংসে ছয়জন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে। তামিম ইকবালের মতো অভিজ্ঞ ওপেনার দুই ইনিংসেই থিতু হওয়ার পর আউট হয়েছেন আলগা শটে। বড় ভরসা লিটন দাস দ্বিতীয় ইনিংসে খেলেছেন বাজে শট, একই ইনিংসে ১৫০ বল খেলার পর উইকেট বিলিয়ে আসেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়।

ব্যাটিংয়ে দল আত্মবিশ্বাসের অভাবে ভুগছে বলে মনে করেন রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, ব্যাটিং মোটেও ভালো নয়। খুব বেশি আলগা আউট, ব্যাটিংয়ে বাজে সিদ্ধান্ত খুব বেশি। প্রথম ইনিংসে মোটে ১০৩ রান, দ্বিতীয় ইনিংসে ২৪৫-এর বেশি করতেই হবে। এটাই মূল কথা, আলগা আউট অনেক বেশিই হয়ে গেছে।

তিনি আরো বলেন, ওদের সবার আত্মবিশ্বাস এখন তলানিতে। আমাদের কয়েকজন বড় ক্রিকেটার, মুমিনুল, শান্ত ওদের কয়েকজনের আত্মবিশ্বাস এখন তলানিতে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় ব্যাপার। এই মুহূর্তে ব্যাটিং লাইন আপের আত্মবিশ্বাস নেই খুব একটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *