বোরখা পরে নাচ করে বিতর্কে অভিনেত্রী

Slider বিনোদন ও মিডিয়া


সম্প্রতি মন্দনা করিমির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বোরখা পরে শপিং মলে নাচ করছেন তিনি। এরপরেই রোষের মুখে পড়েন অভিনেত্রী।

‘ভাগ জনি’-র অভিনেত্রী বোরখা হিজাব পরে শপিং মলে গিয়ে কোমর দুলিয়ে নাচ করেছেন। এমনকি দোকানের এক কর্মী পা-ও মেলান অভিনেত্রীর সঙ্গে। পরবর্তীতে নিজেই সেই ভিডিও তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। আর সেই ভিডিও নিজেই পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন মন্দানা করিমি।

কারও মন্তব্য, বোরখা, হিজাব নিয়ে এরকম ইয়ার্কি-ঠাট্টা করবেন না। কেউ বা আবার তাকে নির্লজ্জ বলেও কটুক্তি করেছেন। তাদের কথায়, মুসলিম হিসেবে আপনার লজ্জা হওয়া উচিত। আবার কেউ বলেছেন, যা ইচ্ছে করো। কেউ তোমাকে আটকাচ্ছে না। তবে বোরখা পরে এসব অঙ্গভঙ্গি করো না। আবার কেউ পাঠ পড়িয়েছেন, এসব করার আগে দুবার ভাবুন। আরেক নেটিজেনের সোজাসাপ্টা হুঁশিয়ারি, হিজাব নিয়ে একদম ঠাট্টা নয়।

জন্মসূত্রে ইরানি মন্দনা করিমি। তবে বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত সঞ্চালিত ‘লক আপ’ রিয়্যেলিটি শোয়ে অংশগ্রহণ করে রীতিমতো চেনা মুখ হয়ে উঠেছেন। ওটিটি প্ল্যাটফর্মের দর্শকরা তো বটেই, এমনকী সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী-মডেলের ভক্তসংখ্যা নেহাত কম নয়! তবে সম্প্রতি দুনিয়ার রোষানলে পড়েছেন মন্দানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *