মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে ফাঁসি কার্যকর করার পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার ভোর ৫টা ১৫ মিনিটে তার গ্রামের বাড়ি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মুদীপাড়ায় তার এতিমখানার পাশে তাকে দাফন করা হয়েছে। এর আগে ভোর সাড়ে ৪টার দিকে কামারুজ্জামানের মরদেহ তার পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়। তার বড় ভাই কফিলউদ্দিন মরদেহ গ্রহণ করেন। এরপর তার ভাগ্নি জামাই মাওলানা আব্দুল হামিদ তার জানাজার নামাজ পড়ান। নামাজে জানাজায় অংশ নেন স্বজন ও গ্রামের লোকজন।