পাহাড়ি ঢলে ২০ ফুট বাঁধ ভেঙে ডুবছে গ্রামের পর গ্রাম

Slider জাতীয়


মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ফানাই নদীর বাঁধ ভেঙে অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে বন্যার কবলে পড়েছেন কয়েক হাজার মানুষ।

শুক্রবার (১৭ জুন) বিকেলে উজান থেকে নেমে আসা ঢলের স্রোতে প্রায় বিশ ফুট বাঁধ ভেঙে যায়। এতে লোকালয়ে পানি ঢুকে পড়ে। কর্মধা ইউনিয়নের বাবনিয়া, মহিষমারা, কর্মধা, বেরী, হাসিমপুর, ভাতাইয়াসহ গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে যায়।

কমর্ধা গ্ৰামের তামজিদ আলী জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ের পানি নেমে আসায় মহিষমারা রাস্তাটি ভেঙে যায়। এতে জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুহিবুল ইসলাম আজাদ জানান, ঘটনাস্থল তিনি পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়নের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী জানান, পানি উন্নয়নের লোকজন আসলেই তারা ঘটনাস্থলে রওয়ানা দেবেন। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী হাতে আছে, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *