রাজবাড়ী: রাজবাড়ীর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথে গত বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পদ্মা নদীর পানি বেড়ে যাওয়া এবং ঘাট ও সড়ক তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করেছে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ।
গত দুদিন ধরে ফেরি চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে এ রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা। অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পার হচ্ছে।
পাবনা যাওয়ার উদ্দেশ্যে রাজবাড়ীর জৌকুড়া ফেরিঘাটে আসা আইয়ুব আলী বলেন, ‘ফেরি বন্ধ রয়েছে তা আমাদের জানা ছিল না। নদীর পানি বেড়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে নদী পার না হয়ে বাড়ী ফিরে যাচ্ছি।
রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুট সচল করতে রাজবাড়ী সড়ক বিভাগ কাজ করছে।