ঝালকাঠি প্রতিনিধি॥ ‘দৈনিক আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দি এবং আমার দেশ প্রকাশনা বন্ধের ২য় বার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে ‘আমার দেশ পাঠক মেলা’র উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি এবং আমার দেশ’র ছাপাখানা খুলে দেয়ার দাবী জানানো হয়। বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাহাংগীর হোসেন মঞ্জুর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান বক্তা ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাজ্য থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন। সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সহ সভাপতি কাজি খলিলুর রহমান, সাধারন সম্পাদক এ্যাডভোকেট আককাস সিকদার, দৈনিক আমার দেশ’র ঝালকাঠি জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুল, এনটিভির জেলা প্রতিনিধি কেএম সবুজ, ডেইলি ষ্টারের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, বৈশাখি টেলিভিশনের জেলা প্রতিনিধি রতন আচার্য্য সহ পাঠকমেলার নেতৃবৃন্দ। প্রধান বক্তা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম বলেন, সরকার সম্পূর্ন অন্যায়ভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে মাহমুদুর রহমানকে জেলে আটক রেখেছে ও আমার দেশ’র ছাপাখানা বন্ধ করে দিয়েছে। পত্রিকাটিতে বন্ধ হওয়ায় শত শত সাংবাদিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এভাবে পত্রিকা বন্ধ করে দেয়া গনতন্ত্রের জন্য হুমকি বলে তিনি মন্তব্য করেন। রেজাউল করিম মাহমুদুর রহমানের মুক্তি, আমার দেশ খুলে দেয়া মহ সকল বন্ধ মিডিয়া খুলে দেয়ার দাবি জানান। সভায় অন্যান্য বক্তরাও অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি দাবী করেন এবং আমার দেশ’র ছাপাখানা খুলে দেয়ার দাবী জানান। পাশাপাশি তারা এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলী ও একুশে টিভির চেয়ারম্যান আ: ছালামের মুক্তি দাবী সহ সকল বন্ধ মিডিয়া খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। #