নীলফামারী: ভারি বৃষ্টিপাত আর উজানের ঢলে তিস্তার পানি হু হু করে বাড়ছে। বর্তমানে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বৃহস্পতিবার থেকে তিস্তা নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হলেও শুক্রবার বিপৎসীমা অতিক্রম করে। পানি আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুর্বাভাস কেন্দ্র। এদিকে পানির গতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্বছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি ও জলঢাকা উপজেলার শৌলমারী ও ডাউয়াবাড়ী ইউনিয়নের ১৫টি চর প্লাবিত হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতীফ খান জানান, তার ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।
এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তা ব্যারেজ ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ব্যারেজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। নদী তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে যেতে বলা হয়েছে।