পিঠের চোটের জন্য টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির আলী রাব্বি। তার বদলে বাংলাদেশ দলে ডাক পেলেন এনামুল হক। তবে উইন্ডিজ সফরে তিনি সীমিত ওভারের দলে থাকলেও টেস্ট দলের সঙ্গে ছিলেন না। ফলে বৃহস্পতিবার প্রথম টেস্ট শুরু হওয়ায় অনুমতিভাবেই তিনি খেলতে পারছেন না। শুক্রবার এনামুল ক্যারিবীয়র উদ্দেশে রওয়ানা দেবেন।
এনামুল এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছেন। সবশেষ সাদা পোশাকে তিনি আট বছর মাঠে নেমেছিলেন। তবে ইয়াসিরের চোটেই এই ডানহাতি ব্যাটারকে সুযোগ করে দিল।
অন্যদিকে গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এনামুলের দুর্দান্ত পারফরম্যান্সই তাকে টেস্টে টেনে এনেছে। ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে তিনি কোনো লিস্ট ‘এ’ টুর্নামেন্টে স্পর্শ করেন হাজার রানের সীমানা।
আগের ৪ টেস্টে এনামুল কেবল ৭৩ করেন, সর্বোচ্চ ২২। গড় ৯.১২।
বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, এনামুল হক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন চৌধুরি, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান।