কামারুজ্জামানের সঙ্গে দেখা করলেন ম্যাজিস্ট্রেট

Slider টপ নিউজ

index

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন ঢাকার দুইজন ম্যাজিস্ট্রেট। তারা হলেন তানজিম মোহাম্মদ আজিম ও মাহবুব জামিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামান প্রেডিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে জানতে শুক্রবার সকাল ১০ টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। এক ঘণ্টার বেশি কারাগারে অবস্থানের পর বেলা ১১টা ৩৭ মিনিটে ম্যাজিস্ট্রেটরা বের হন। এর কিছুক্ষণ পর কারা ফটকের সামনে আসেন সিনিয়র জেল সুপার ফরমান আলী। তবে সাক্ষাতের পর কারাগার থেকে বের হয়ে ম্যাজিস্ট্রেটরা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। প্রাণভিক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত জানিয়েছেন সে বিষয়ে কারা কর্তৃপক্ষও সাংবাদিকদের কিছু জানায়নি। ঢাকা জেলার প্রশাসক তোফাজ্জেল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, কামারুজ্জামানের রায় কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবে তারা সেখানে গিয়েছিলেন। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে এখনো তিনি জানেন না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *