ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, বর্তমানে ৭০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ইনশাল্লাহ আর খুব বেশি সময় আমাদের লাগবে না, বাকী মানুষের ঘরে আমরা সত্যি আলো জ্বালতে পারব। তিনি বলেন, ইতোমধ্যেই মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। কারণ আমরা প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এক একটা লক্ষ্য ঠিক করে। আগে মানুষের ভাত ও ঘরের চাহিদাই মুখ্য থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নয়নের সঙ্গে সঙ্গে এখন বিদ্যুতের চাহিদা বেড়েছে। এখন আর ভাতের হাহাকার না, এখন বিদ্যুৎ চাই। অর্থাৎ তার জীবনটা আস্তে আস্তে উন্নত হচ্ছে। এখানেইতো স্যাটিসফেকশন। ‘পল্লী জনপদ’ নামে গ্রামের মানুষের জন্য সরকার যে ফ্ল্যাট বাড়ি তৈরির প্রকল্প নিয়েছে সেখানে স্বল্প খরচে বিদ্যুৎ সরবরাহ দেয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।