গাজীপুর : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে পুলিশ বাহিনীর সদস্য অনেক কম। দেশের মানুষের জান মাল রক্ষার জন্য ইতোমধ্যে পুলিশ বাহিনীতে ১০ হাজার সদস্য নেয়া হয়েছে। শীঘ্রই আরো পুলিশ বাহিনীতে আরো ৫০ হাজার সদস্য নেওয়া
হবে। সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
বৃহসপতিবার(৯ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং এর সমাবেশে বিশেষ অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৮টি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একনেকে অনুমোদন হলেই ৮টি নতুন থানা
স্থাপন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, জামায়াত ও এর অঘোষিত আমির খালেদা জিয়া এদেশে আন্দোলনের নামে মিনি গণহত্যা চালিয়েছেন। অনেক নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছেন। তিনি অহংকার করে বলেছেন সরকারের পতন না করে তিনি ঘরে ফিরে যাবেন না। তিনি তার াফিস ছেড়ে ঘরে ফিরে গেছেন, কিন্তু সরকারের পতন হয়নি। সরকার বহাল তবিয়তে আছে। মন্ত্রী আজ বিকালে গাজীপুরের জেলা পুলিশের আয়োজিত কমিউনিটি পুলিশের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।
জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ও সিমিন হোসেন রিমি, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক পিপিএম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন।
বিকালে মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে দলে দলে কমিউনিটি পুলিশের কয়েক হাজার
সদস্য উপস্থিত হয়। এসময় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে শিববাড়ি মোড় থেকে কড্ডা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।