আমি আমার ছেলে, মেয়ে, ছেলের বউ জবাব দেব : সানী

Slider বিনোদন ও মিডিয়া


সিনেমাপাড়ায় যখন চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে তুমুল আলোচনা-সমালোচনা চলছে, ঠিক সেই মুহুর্তে মৌসুমীর বক্তব্য জন্ম দিয়েছে নতুন আলোচনার। ওমর সানী’র দাবি, তার স্ত্রী মৌসুমীকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছে চিত্রনায়ক জায়েদ খান। আর যা নিয়ে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে দ্বন্দ্বে জড়িয়েছেন সানী-জায়েদ।

কিন্তু আজ সোমবার মৌসুমী জানিয়েছেন, জায়েদ কখনোই তাকে অসম্মান করেনি, বরং মিথ্যা কথা বলছে ওমর সানী। জায়েদ অনেক ভালো ছেলে আর ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন তা বুঝতে পারছেন না এই চিত্রনায়িকা।

মৌসুমীর ভাষ্য, ‘কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে… জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’

এই অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের… যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’

এবার মৌসুমীর বক্তব্যের পর যোগাযোগ করা হয় ওমর সানীর সঙ্গে। তিনি বলেন, ‘যা ব্যাপারে (জায়েদ খান) মৌসুমী সাফাই দিয়েছে তার সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ জানে, এই ব্যাপারে আমার কিছুই বলার নেই।’

মৌসুমীর সঙ্গে এই চিত্রনায়ক বলেন, ‘আর আমি আমার স্ত্রীর সম্পর্কে বলব, তার ব্যাপারে আমি কোন নেগেটিভ কথা বলব না। তাকে আমি সম্মান করি… চলবে সারাটা জীবন। আমার ছেলে, মেয়ে, ছেলের বউ তারাই উত্তর দিবে। জায়েদ খানের সত্যতা কতটুকু এটা তারাই বলবে। তার বিরুদ্ধে যতেষ্ট পরিমানের প্রমাণ আছে।’

আপনি বলছেন মৌসুমীকে বিরক্ত করছে জায়েদ, কিন্তু মৌসুমী তো বলছে- এমন কিছুই না। ‘আমি এখনও অটল। সে (মৌসুমী) সে অস্বীকার করবে, করছে কি করছে না এটা তার ব্যাপার। আমি আমার জায়গায় অটল এবং আমার ছেলে-মেয়ে এর উত্তর দিবে।’ বললেন ওমর সানী।

এদিকে, চলচ্চিত্রপাড়ায় ইতিমধ্যেই কথা রটেছে ওমর সানী-মৌসুমীর সংসার জীবন এখন ভালো যাচ্ছে না। দূরত্ব বেড়েছে এই তারকা দম্পতির মধ্যে।

উল্লেখ্য, গেল শুক্রবার খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দ্বন্দ্বে জড়ান চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খান। অনুষ্ঠানে পিস্তল বের করে সানীকে গুলি করার হুম‌কি দেন জায়েদ। যদিও আগে অনুষ্ঠানে ঢুকে জায়েদকে দেখতে পেলে তাকে চড় মারেন সানী। এ সময় জায়েদের উদ্দেশে সানী বলেন, ‘তোরে না নিষেধ করছি, আমার বউরে (চিত্রনায়িকা মৌসুমী) ডিস্টার্ব করবি না।’ জবাবে কোমর থেকে তাৎক্ষণিক পিস্তল বের করেন জায়েদ। বলেন, ‘গুলি করে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *