সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। এতে নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত হচ্ছে। পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে তীব্র ভাঙন।
গত কয়েক দিনে জেলার খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের প্রায় অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে চরম দুশ্চিন্তা ও হতাশায় দিন কাটাচ্ছে ভিটেমাটি ও সহায় সম্বলহীন মানুষ। একই সঙ্গে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের। অনেকে ইতোমধ্যে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের যথাযথ পদক্ষেপ না নেয়ায় ভাঙন অব্যাহত রয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।
জানতে চাইলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধিতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনকবলিত এলাকাগুলোয় বালুর বস্তা ফেলার কাজ চলমান আছে।