কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার (১৩ জুন) রাতেই। শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় সরগরম পাড়া-মহল্লা। ভোটের মাঠে স্থানীয় সংসদ সদস্যের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। তবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই মিথ্যার আশ্রয় নিচ্ছে একটি মহল।
নির্বাচনী ডামাডোল আর সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবের নগরী এখন কুমিল্লা। শেষ সময়ের নির্বাচনী প্রচারণায় নগরীর ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
রোববার (১২ জুন) নগরীর বেশ কিছু এলাকায় জনসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু। এ সময় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের বিরুদ্ধে হুমকির অভিযোগ তোলেন আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
তবে প্রচারণা শুরুর আগেই নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত জানান, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই অপচেষ্টা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা।
নবগঠিত নির্বাচন কমিশনের অধীন প্রথম নির্বাচন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। তাই প্রথমবারের এ নির্বাচনে নতুন এ কমিশনের ওপর আস্থা রাখতে চায় কুমিল্লার জনগণ।
রাত ৮টায় শেষ হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা। এরপর অপেক্ষা ১৫ জুনের। জনগণের ভোটে সেদিনই নির্ধারিত হবে–কে হচ্ছেন আগামী পাঁচ বছরের জন্য নগরীর অভিভাবক।