তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটিতে উভয় পক্ষে ৪৮ ওভারের ইনিংস নির্ধারণ করে দেয়া হয়। পাকিস্তান নির্ধারিত ৪৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান করে। পাকিস্তানের হয়ে ৮৬ রানের সেরা ইনিংস খেলেন শাদাব খান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে অভিষেক হয়েছে দেশটির নতুন ক্রিকেটার শাহনওয়াজ ধনির।
শেষ খবর পাওয়া পর্যন্ত জবাবে ব্যাট করতে নেমে ২৩ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১২৩ রান করতে সক্ষম হয়েছে।
সূত্র : ডেইলি জং