মহাকাশে রহস্যময় সংকেতে ঘুম হারাম বিজ্ঞানীদের

Slider তথ্যপ্রযুক্তি


মহাকাশে না জানি লুকিয়ে রয়েছে কত রহস্য! এবার তেমনই এক নতুন রহস্যের সংকেত পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। মহাকাশ থেকে একটি রহস্যময় রেডিও সংকেত মিলেছে। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা।

প্রায় ৩০০ কোটি আলোকবর্ষ দূরের অন্য একটি নক্ষত্রমণ্ডল থেকে ওই রেডিও সংকেতটির হদিস মিলেছে।
এ রেডিও সংকেতটির নাম রাখা হয়েছে এফআরবি ‘২০১৯০৫২০বি’।

রহস্যময় সংকেত নিয়ে গবেষণা সংক্রান্ত তথ্য বিজ্ঞান জার্নাল ‘নেচার’-এ প্রকাশ করা হয়েছে।
এ নিয়ে দ্বিতীয় বার এ ধরনের রেডিও সংকেত মিলল মহাকাশ থেকে। এর আগে ২০০৭ সালে প্রথমবার এমনই একটি রেডিও সংকেতের হদিস পান বিজ্ঞানীরা।

‘স্পেস ডট কম’-এর খবর অনুযায়ী, প্রথমবার রহস্যময় রেডিও সংকেতের হদিস পাওয়ার কৃতিত্ব রয়েছে স্নাতক পড়ুয়া ডেভিড নারকেভিক ও তার সুপারভাইজার ডানকান লোরিমারের ঝুলিতে।

এ ধরনের রেডিও সংকেত সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা পাননি বিজ্ঞানীরা। সে কারণে এ নিয়ে আরও গবেষণা চালাচ্ছেন তারা।

২০১৯ সালের মে মাসে চীনের গুইঝোতে ৫০০ মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপের সাহায্যে রেডিও সংকেতের হদিস পাওয়া গিয়েছিল। ২০২০ সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৭৫টি রেডিও সংকেত পাওয়া যায়।

মহাজাগতিক বস্তু থেকে একাধিক বিস্ফোরণের জেরে এ ধরনের রেডিও সংকেত পাওয়া যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

এফআরবি হলো তীব্র সংকেত। যার স্থায়িত্ব কয়েক মিলিসেকেন্ড হয়। তবে এ সংকেতগুলো বার বার ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *