পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। ইনজুরির কারণে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে প্রোটিয়ারা। এদিকে প্রথম ম্যাচে হারের পরও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।
টানা ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জেতার পর গত ম্যাচে ২১১ রান করেও হেরে যায় তারা। মিলার আর ভ্যান ডের ডুসেনের ব্যাটিং তাণ্ডবে উড়ে যায় পন্তের ভারত। তবে প্রথম ম্যাচ হারলেও সেই একই একাদশ নিয়ে মাঠে নেমেছে তারা।
এদিকে দলের উইকেটরক্ষক ডি কক হাতের ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। আর ট্রিস্টান স্টাবসকেও বাদ দেয়া হয়েছে। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রেজা হেনড্রিক্স ও হেনরিক ক্লাসেন।
এদিকে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মিলারকেই দল থেকে বাদ দিতে বলেছেন বুভনেশ্বর কুমার। তিনি বলেন, ‘মিলারকে বল করাটা বেশ মুশকিল। আমি তো চাইব, দক্ষিণ আফ্রিকা ওকে দল থেকে বাদ দিয়ে দিক, তবে এমনটা হবে না। ও আইপিএলে দারুণ ফর্মে ছিল এবং ওর দক্ষতার বিষয়ে আমরা সবাই অবগত। ওকে বল করাটা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ হবে।
এদিকে বিরাট কোহলি, রোহিত শর্মা ও লোকেশ রাহুলরা না থাকায় ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা ছিল আগে থেকেই। যদিও তাদের ছাড়াই প্রথম টি-টোয়েন্টিতে ২১১ রানের স্কোর গড়ে টিম ইন্ডিয়া। তবে, ২০০-র বেশি রান করেও খরুচে বোলিংয়ের কারণে হারতে হয়েছে তাদের। ঋষভ পন্তের অধিনায়কত্ব নিয়েও হয়েছে সমালোচনা।
ভারত একাদশ
রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, আভেশ খান, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল।
দক্ষিণ আফ্রিকা একাদশ
রেজা হেন্ড্রিক্স, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিচ ট্যামসি নর্টজে, তাবরেজ শামসি।