গাজীপুর: বন রক্ষার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বন জবর দখল ও অবৈধ গ্যাস লাইন স্থাপনে সহযোগিতার অভিযোগে নাজমুল হক সরদার নামে এক বিট
কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহসপতিবার(৯ এপ্রিল) বেলা ১২টায় ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক(এসিএফ) মোঃ সালেক প্রধান সংবাদটি নিশ্চিত করেন।
বরখাস্তকৃত বিট কর্মকর্তা নাজমুল হক সরদার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটে বিট কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা তৌহিদ হাসান জানান, নাজমুল হক সরদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দূর্নীতি অনিয়ম ও অসদাচরণের অভিযোগ প্রমানিত হওয়ায়
তার বিরুদ্ধে ওই বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়।
ঢাকা বনবিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নাজমুল হক সরদারের সাময়িক বরখাস্তের আদেশে বন দখলে সহযোগিতা ও বনের জায়গা ব্যবহার করে অধৈব গ্যাস
লাইন স্থাপনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র জানায়, বিট কর্মকর্তা নাজমুলের সাময়িক বরখাস্তের পর আতঙ্কে রয়েছেন তার তিন সহযোগী বন কর্মী সাদিক হোসেন, জাহিদ হোসেন ও ফরিদ মোল্লা।
প্রসঙ্গত: ভাওয়াল গড় রক্ষায় ২০০০ সাল থেকে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন নামে একটি সামাজিক সংগঠন কাজ করছে। বন রক্ষায় এই সংগঠন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।