ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকসার সংঘর্ষে একই পরিবারের ৫ নিহত

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

road accident
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মহাসড়কের সরাইলের বেড়তলা এলাকায়। নিহতরা হচ্ছেন সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল গ্রামের খলিল মিয়ার ছেলে মিজান মিয়া-(৪০), তার স্ত্রী নিলুফা বেগম-(৩৫), শিশু পুত্র জুবায়ের ইসলাম-(৪), একই পরিবারের  বজলু মিয়ার ছেলে মাহফুজ মিয়া-(২৫) ও তার শিশু পুত্র মাসুদ-(৫)।

আহতরা হচ্ছেন অটোরিকসা যাত্রী মোহাম্মদ আলী, জুবেদা বেগম-(৬২), শিশু তানিম-(৮) ও অটোরিকসা চালক সরাইল উপজেলার পানিশ্বরের রোমান মিয়া-(৩২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে মিজান মিয়া ও মাসুদ মিয়া তাদের স্ত্রীর নামে আশুগঞ্জের একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে সিএনজিচালিত অটোরিকসাযোগে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে সরাইলের বেড়তলা এলাকায় পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি মালবাহি ট্রাক
অটোরিকসাটিকে চাপা দিলে অটোরিকসাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকসার ৫ যাত্রী নিহত  ও চালক সহ ৪জন আহত হয়। ঘটনার পর পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। প্রায় আধঘন্টাব্যাপী অবরোধকালে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নূর বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫জন নিহত এবং চালকসহ ৪জন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *