ধর্ম অবমাননার অভিযোগে আফগান মডেলসহ চারজন গ্রেপ্তার

Slider সারাবিশ্ব

জনপ্রিয় আফগান মডেল আজমল হাকিকিকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করেছে তালেবান কর্তৃপক্ষ। এছাড়া আরেক মডেল গোলাম সাখিসহ আজমলের তিন সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তালেবান সরকারের গোয়েন্দা বিভাগ ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’-এর পক্ষ থেকেও আজমল হাকিকিকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠায় মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভি বলছে—আজমল ও সাখির বিরুদ্ধে কয়েক দিন আগে ইন্টারনেটে ‘হাস্যকরভাবে’ কোরআন পাঠের অভিযোগ উঠেছিল। দুজনেই পরে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বিবৃতিতে জানিয়েছিলেন—পবিত্র কোরআন বা ইসলাম অবমাননার কোনো অভিপ্রায় তাদের ছিল না। যদি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, তাহলে তারা ক্ষমাপ্রার্থী।

একটি আফগান সংবাদমাধ্যমের দাবি—সাখি মানসিক অবসাদের শিকার।

তালেবান শাসিত আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণ হলে মৃত্যুদণ্ড হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *