সন্ধ্যা ৬টার মধ্যে পয়লা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। প্রতমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে রাজধানীতে পয়লা বৈশাখের সব অনুষ্ঠান ওই দিন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। দেশের জেলায় জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের রায়ের ব্যাপারে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন বলেও তিনি জানান।