কাপাসিয়ায় ফুটবল খেলা কেন্দ্র করে ১৫ শিক্ষার্থী আহত

গ্রাম বাংলা

রমজান আলী রুবেল, শ্রীপুর, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ খেলায় দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ১৫ শিশু শিক্ষার্থী আহত হলে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাদের প্রাথমিক চিকিৎসা নিতে হয়।

বুধবার ৮ জুন দুপুরে উপজেলার সিংহশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হাড়িয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিংহশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দলের শিক্ষার্থীদের মধ্যে কটু কথা কাটা কাটির বিনিময় নিয়ে এ সংঘর্ষের সৃষ্টি হয়।

আহতদের মধ্যে হাড়িয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সন্দিতা, মারিয়া, রাবেয়া, ইয়াছমিন, নুসরাত, সাবিহা, আরিফা, শায়ন ও সালমা আক্তারকে বরমী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক রাশিদুল হাসান বলেন, শিশুরা কিল ঘুষিতেই আঘাতপ্রাপ্ত হয়েছে।হাসপাতালে যখন তারা আসে, তখন সবাই কান্নারত অবস্থায় ছিল। এমন ঘটনায় তারা খুব ভয় পেয়েছে। এখানে শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাতটা অনেক বড়।

তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যায়ক্রমে বাড়িতে পাঠানো হচ্ছে। হাড়িয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, তাদের বিদ্যালয়ের বালিকা ও বালক দুটি দল নিয়ে তারা সিংহশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে তাদের মাঠে খেলতে যায়।

খেলায় তাদের বিদ্যালয়ের বালিকা দল হারলেও বালক দল জয়ী হয়। এসময় পরাজিত একটি দল নিয়ে জয়ী দলের মধ্যে কটুকথা বিনিময় হলে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শিশুদের সংঘর্ষের মধ্যে সিংহশ্রী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে শিক্ষক ও অভিভাবকরা কিছুক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনছার উদ্দিন বলেন, খবর পেয়ে শিক্ষক ও কর্মকর্তারা মিলে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অধিকাংশ শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হলেও দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, শিশুদের মধ্যে সংঘর্ষ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুরো বিষয়ে খবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *