সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও দুই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে মরদেহ দুইটি পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে পুড়ে যাওয়া কনটেইনার অপসারণের সময় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা পুলিশের সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সন্ধ্যার দিকে কনেটেইনার ডিপো থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধারের পর অ্যাম্বুলেন্স করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখন মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্ত হলে মরদেহ দুইটি হস্তান্তর করা হবে।