সিলেট: সারাদেশে জামায়াত-শিবিরের ডাকা হরতালের দ্বিতীয় দিনেও ঢিলেঢালা হরতাল পালিত হচ্ছে সিলেটে।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিলেট নগরী জুড়ে কোনো বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যায়নি।
নগরীতে সকাল থেকেই ছোট-বড় যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। খুলতে দেখা গেছে বিপনীবিতানগুলো। এছাড়া আন্ত:জেলা বাসসার্ভিসও চালু রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নগরীতে যেকোনো ধরণের নাশকতা এড়াতে র্যাব ও পুলিশের সঙ্গে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। বিভিন্ন গুরত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি।
সিলেটে হরতালের প্রভাব নেই উল্লেখ করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এছাড়াও বুধবার ভোরে নগরীর জালালাবাদ এলাকা থেকে এক শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুজ্ঞান চাকমা বলেন, হরতালের দ্বিতীয় দিনে কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।