লোটাস কামাল ’গোবরে পদ্মফুল’ : লতিফ সিদ্দিকী

Slider গ্রাম বাংলা জাতীয় ঢাকা নারী ও শিশু রাজনীতি সারাবিশ্ব

50719_lotas kamal- lotif siddeki
গ্রাম বাংলা ডেস্ক: পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের নামের ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ডাক তার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। মঙ্গলবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ধন্যবাদ জানাতে গিয়ে পয়েন্ট অর্ডারে এসব কথা বলেন লতিফ সিদ্দিকী।
তিনি বলেন, ২৬ জুন আমাদের বিশাল এক অর্জনের দিন। এই দিন আমাদের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আইসিসির সভাপতি নির্বাচিত হয়েছেন। তার আরেকটি নাম লোটাস কামাল। যা নিয়ে অনেকের মনে জিজ্ঞাসা আছে। কেন তার নামটা লোটাস কামাল হলো। এর একটা ব্যাখ্যা আমার কাছে আছে। আমার কাছে মনে হয়েছে মুস্তফা কামাল ছাত্রজীবনে জ্ঞান আহরণের ক্ষমতা ও বিচজ্ঞনতা দেশে শিক্ষকরা তাকে লোটাস বা গোবরে পদ্মফুল বলতেন।
তার এমন মন্তব্যে সংসদে উপস্থিত অন্যান্য সদস্যরা বিব্রত প্রকাশ করলে লতিফ সিদ্দিকী বলেন, এটা আমার মতো একটা ব্যাখ্যা।
লতিফ সিদ্দিকীর এমন প্রস্তাবে স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, আ হ ম মুস্তফা কামাল আইসিসি’র সভাপতি নির্বাচিত হওয়াটা দেশের জন্য অবশ্যই গর্বের ও বড় অর্জনের বিষয়। কিন্তু সংসদে তার জন্য কোনো ধন্যবাদ প্রস্তাব আনতে হলে বিধি অনুযায়ী সংসদকে নোটিশ করলে সংসদ তা বিবেচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *