ভুলতে দেবো নারে
– এস এম সানাউল্লাহ
[০১ জুন, ২০২২]
একদিন তো চলে যাবো
কবর দেশে শুয়ে রবো
থাকবো অচিনপুরে,
এই কবিতা রেখে যাবো
মনের কথা লিখে যাবো
ভুলবে কেমন করে।
সুখে-দুখের কথামালা
কুড়ায়ে সব গাঁথবো মালা
ভুলতে দেবো নারে।।
কোনো এক জোসনা রাতে
মোর কবিতা নিয়ে হাতে
পড়বে পাঠক ওরে,
তার তরে রইলো সালাম
আবেগভরা মনের কালাম
ভুলবে কেমন করে।
সেই দিনের পাঠক মনে
হাজির হবো ক্ষণে ক্ষণে
ভুলতে দেবো নারে।।
আবেগভরা এই কবিতা
ভালোবাসার রঙিন ফিতা
জড়িয়ে নেবে তারে,
তার মনে আঁকবে ছবি
বহু বছর আগের কবি
ভুলবে কেমন করে।
আগাম তারে টেনে নিলাম
কপাল মাঝে চুমু খেলাম
ভুলতে দেবো নারে।।
আমার হয়ে মৃদু বাতাস
আসবে পাশে নিয়ে সুবাস
ছুঁইবে নিবিড় করে,
সেই বাতাসে আমারই গান
শুনতে পাবে সেই মায়াপ্রাণ
ভুলবে কেমন করে।
স্মৃতি হয়ে ওঠবো ভেসে
মায়াজালে ডাকবো হেসে
ভুলতে দেবো নারে।।
সবুজ ঘেরা ভাটির দেশে
সঙ্গী ছিলাম পাশে পাশে
ছায়ার মতো ঘিরে,
আমার স্মৃতি পড়বে মনে
নাইবা থাকি তোমার শনে
ভুলবে কেমন করে।
তাজমহলের সেই আবেগে
অতীত ছবি ওঠবে জেগে
ভুলতে দেবো নারে।।
নোটঃ মওলানা এস এম সানাউল্লাহ ১ তারিখ হাসপাতাল বেডে শুইয়ে এই কবিতা লিখেন। ৬ তারিখে তিনি মারা যান।