ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি তাজা ককটলে উদ্ধার করেছে র্যাব-২।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
র্যাব-২’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএসপি) তোফায়েল আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেসের সামনে স্থানীয়রা পরিত্যক্ত অবস্থায় একটি শপিংব্যাগ দেখতে পান। বিষয়টি সন্দেহ হলে তারা র্যাবকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শপিংব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায় নি বলেও জানান তিনি।