যে কারণে আবোল তাবোল করবেন আরজে অরণ্য

সাহিত্য ও সাংস্কৃতি

photo.php
তারুণ্য আর এফ এম সংস্কৃতি হাতে হাত রেখে হাটছে সেই ২০০৪ সাল থেকে, আর সেই এফ এম সংস্কৃতি আর তারুণ্যের শক্তির মধ্যে জোড়ালো সেতু বন্ধনের লক্ষে অরণ্যের বিশেষ অনুষ্ঠান আবোল তাবোল যেখানে তিনি নিজেকে নতুন চমকে, কিছু সারপ্রাইসড নিয়ে হাজির হবেন এশিয়ান রেডিও ৯০.৮ এ প্রতি শনিবার রাত ৮টায় অরণ্য জানান, বহু আগ্রাসনের ভীরে এত টুকু নির্মল বিনোদন খুজে বেড়ান তরুণ প্রজন্ম, আর তরুণ প্রজন্ম মানেই মহাশক্তির অধিকারী, তাই তাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া কোনো সহজ ব্যাপার না, তাই তাদের রুচির কথা বিবেচনা করে, নির্মল, স্নিগ্ধ আর মজার ভিন্ন সব কৌশল অবলম্বনে সাজানো হয়েছে আবোল তাবোল । উল্যেখ্য ভিন্ন ধারার আনন্দের দ্বার উন্মোচন ও নির্মল বিনোদন দাতাদের মধ্যে অরণ্য এক মহা নায়কের নাম ।
অরণ্য নিজের মেধা, যোগ্যতা, প্রতিভার সমন্বয়ে গড়ে তুলেছেন নিজেকে অন্যতম হিসেবে । একজন কথা বন্ধুর পাশা পাশি তিনি গান, কবিতা রচনা করছেন । অরণ্য তার সুললিত কন্ঠের মূর্ছনায় “বিদ্যা সাগর ছাত্রাবাস” নামের রেডিও নাটকেও কাজ করেছেন, এর আগে তিনি স্পোর্টস টাইম, ক্যাম্পাস, হলি ডে মরনিং, রি-কল, মাষ্টার রিভিও, এর মত ব্যাপক জনপ্রিয় অনুষ্ঠান গুলো সন্ঞালনা করেছেন নওগার ছেলে অরণ্য । বাবা আবুল কালাম আজাদ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান । তাই বাবার চাকরির সুবাদে লেখা পড়া করেছেন কুষ্টিয়ায়, তারপর কুষ্টিয়া থেকে এইচ, এস, সি পাশের পর গ্রাজুয়েশন করেছেন রাজশাহীতে তবে সবচেয়ে বড় কথা , এফ এম রেডিওর এই মহা নায়কের, ছোট বেলায় বাংলাদেশের এফ এম রেডিও শোনার সৌভাগ্য হয়নি কারণ তখন ঢাকার কোনো এফ এম রেডিও শুনতে পেত না নওগাবাসী, তবে নওগা জেলা ভারতের খুব নিকটে হওয়ায় ভারতের রেডিও শুনে সময় পার করতেন তারা অরণ্যও যার ব্যাতিক্রম নয়, দুধের স্বাধ ঘোলে মেটানোর মত ভারতের রেডিও শুনে সময় পার করতেন । তবে সেই থেকেই কথা বন্ধু হওয়ার সুপ্ত প্রতিভাকে লালন করে শত বাধা উপেক্ষা করে আজ গর্বের সাথে কথা বন্ধু হিসেবে কাজ করছেন এশিয়ান রেডিও ৯০.৮ এ যে কথা বন্ধুর কথার জল রাশিতে আজ ভাসছে পুরো শ্রোতা মহল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *