কোকোর কবরে খালেদার কান্না

Slider জাতীয়

70644_khaleda

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বিকাল পৌনে ৬টায় বনানী সিটি করপোরেশন কবরস্থানে ছেলের মাজার জিয়ারত করতে যান সাবেক এই প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে কবরের সামনে অঝোর ধারায় কাঁদতে শুরু করেন খালেদা জিয়া। বারবার টিস্যু দিয়ে তাকে চোখের পানি মুছতে দেখা যায়। এসময় উপস্থিত খালেদা জিয়ার পরিবারের সদস্য ও দলের সিনিয়র নেতাকর্মীরা চোখের পানি ধরে রাখতে পারেননি। কিছুসময় পর কোকোর আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। এরপর কবরস্থানে চেয়ারে বসে ফাতেহা পাঠ করেন তিনি। কবরস্থানে বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, মীর নাছিরউদ্দিন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন,  মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, শাম্মী আক্তার, ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৪শে জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে মারা যান আরাফাত রহমান কোকো। ২৭শে জানুয়ারি তার লাশ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়। ওদিকে ৩রা জানুয়ারি থেকে সরকারবিরোধী আন্দোলনের ডাক দিয়ে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপর কার্য্লায় থেকেই ছেলেকে শেষ বিদায় জানান তিনি। কার্যালয় থেকে বের হতে না পারায় ছেলের কবর জিয়ারত করতে পারেননি তিনি। ৯২ দিন পর গতকাল আদালত থেকে জামিন নিয়ে বাসায় ফিরেন খালেদা জিয়া। এরপর আজ ছেলের কবর জিয়ারত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *