মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন, কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহার, দুই ছেলে হাসান ইকবাল রনি ও হাসান ইমাম ওয়াফি, মেয়ে আতিয়া নূর ও ভাগ্নি রোকসানা জেরিনসহ ১২ জন। প্রায় ১ ঘণ্টা সাক্ষাৎ শেষে তারা কারাগার থেকে বের হন। এর আগে দুপুরে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশনা দিয়ে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠায় কারা কর্তৃপক্ষ। আজ সকাল ৯ টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের করা রিভিউ আবেদন খারিজ করেন। ফলে কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল থাকে। নিয়ম অনুযায়ী তিনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। এ বিষয়টির নিষ্পত্তি হলে সরকার দ- কার্যকর করবে। গত বছর ৩রা নভেম্বর আপিল বিভাগের এই বেঞ্চই কামারুজ্জামানকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রাখে। ২০১৩ সালের ৯ই মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে কামারুজ্জামানের মৃত্যুদ- দেয়া হয়েছিল।