চট্টগ্রামের সীতাকুণ্ডের মতো প্রায় একই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড-বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। শনিবার (৪ জুন) রাজ্যের পশ্চিম হাপুর জেলার একটি রাসায়নিক কারখানায় ওই বিস্ফোরণে ১৩ জন নিহত ও কমপক্ষে ১৬ জন আহত হন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ধোলানার ইউপিএসআইডিসি শিল্প এলাকার ওই কারখানায় দুর্ঘটনার সময় প্রায় ৩০ জন লোক ছিল।
তবে বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে ওই শিল্প এলাকার আরও বেশ কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ঘণ্টার বেশি সময় লেগেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কারখানাটিকে ইলেকট্রনিক আইটেম তৈরির লাইসেন্স দেয়া হয়েছিল। তবে কারখানা কর্তৃপক্ষ সেখানে পটকা তৈরির কাজ করে আসছিল।
কারখানার মালিকের নামে থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ঘটনাটি বিশেষজ্ঞদের দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। লখনৌতে জারি করা এক বিবৃতিতে জেলা প্রশাসনকে নিহত ও আহতদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বলেছেন আদিত্যনাথ।