গাজীপুরের জয়দেবপুর রেল জংশন এলাকায় একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ জানান, রোববার (৫ জুন) দুপুরে ঢাকা থেকে ছেড়ে উত্তরবঙ্গগামী মালবাহী ট্রেন জয়দেবপুর রেলওয়ে জংশন অতিক্রম করার সময় জয়দেবপুর রেলওয়ে ক্রসিং এলাকায় চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ থাকায় ঘটনাস্থলের দুই দিকের ভিন্ন স্টেশনে আটকা পড়েছে কয়েকটি ট্রেন। তবে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।