নোয়াখালীর মাইজদীতে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশ গুলি চালালে এক শিবির কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদ- বহালের প্রতিবাদে দলটির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাতে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ছাত্রশিবিরের এক কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ১১টার দিকে মাইজদীর মফিজ প্লাজার সামনের প্রধান সড়কে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় মিছিলটি সামনে এগোতে চাইলে পুলিশ তাতে গুলি চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলেই মারা যান একজন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশ মিছিলে বাধা দিলে শিবির কর্মীরা পুলিশের ওপর হামলা করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ সর্টগানের গুলি ছোড়ে। এসময় দৌঁড়ে পালাতে গিয়ে নর্দমায় পড়ে এক শিবির কর্মীর মৃত্যু হয়।