দলীয় সরকারের অধীনে নির্বাচন চ্যালেঞ্জিং: নূরুল হুদা

Slider জাতীয়


দলীয় সরকারের অধীনে নির্বাচন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শনিবার (৪ জুন) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি পরামর্শ দিয়ে বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের পরিবর্তে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া যেতে পারে।

রাজনৈতিক সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানান সদ্যবিদায়ী এ প্রধান নির্বাচন কমিশনার। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, কাজেই তাদের বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা হলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।

তার কমিশনের অধীনে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ করে আসছে বিএনপি। নূরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ দলটির।

তবে সিইসির দায়িত্ব পালনকালে তার ওপর ‘অদৃশ্য শক্তির’ চাপ ছিল না। কিন্তু বেশ কিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়াটা ছিল অস্বস্তিকর বলে মন্তব্য করেন নুরুল হুদা।

রাজনৈতিক দল, প্রশাসনসহ সংশ্লিষ্ট অংশীজনদের সার্বিক সহযোগিতা ছাড়া শুধু নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *