ইসমাঈল হোসেন, গাজীপুরঃ গাজীপুর জেলা শহরের শিববাড়ী হতে হাড়িনাল ১.৫ কিলোমিটার এই গুরুত্বপূর্ণ সড়কে দিনের বেশিরভাগ সময় যানজট লেগেই থাকে । ফলে দুর্ভোগ পোহাতে হয় জয়দেবপুরবাসীকে।
এই সড়কে জেলা প্রশাসকের কার্যালয়, তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, নগরভবন, প্রেসক্লাব, জজকোর্ট, জয়দেবপুর রেল জংশন, জয়দেবপুর বাজার, বাসস্ট্যান্ড, সিলেট মহাসড়ক, কালিগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুরগামী সিএনজি স্ট্যান্ড, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছায়াবিথী আবাসিক এলাকা সহ গুরুত্বপূর্ণ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে।
এছাড়াও জয়দেবপুর রেলগেইটে বিকল্প পারাপারের আর কোন রাস্তা না থাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় যাত্রীদের ।
সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের জোড়পুকুর হতে কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত দুপাশের বেশিরভাগ ফুটপাত বেদখল হয়ে গেছে। প্রতিদিন সকাল হতে মধ্যরাতে ফুটপাতে ছোট- বড় ভাসমান দোকান বসছে। এসব দোকানিদের কাছ থেকে সরকার দলীয় নেতাদের কেউ কেউ ও দায়িত্বরত পুলিশ সদস্য সকাল বিকাল টাকা উঠানোর অভিযোগ দীর্ঘদিনের।
এছাড়াও সাম্প্রতিক সময়ে তাকওয়া পরিবহনের মিনিবাস চালু হওয়াতে যানজট অসহনীয় হয়েছে বলে জানান পথচারীরা।
যানজট নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জয়দেবপুর বসবাসের অযোগ্য হয়ে যাবে বলে জানিয়েছেন সচেতন মহল।