ঢাবির ভর্তিযুদ্ধ : গ ইউনিটে প্রতি আসনে লড়ছেন ৩৩ জন

Slider শিক্ষা


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গ ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি। যার বিপরীতে আবেদন করেছে ৩০ হাজার ৬৯৫ জন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রার্থী ৩৩ জন। গতবছর যেখানে লড়েছিল ২১ জন।

গ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *