বিকেলে মাঠে নামছে ব্রাজিল

Slider সারাবিশ্ব


আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হবে ম্যাচটি।

ল্যাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল নিজেদেরকে ঝালিয়ে নিতেই এশিয়ায় সফরে এসেছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আজকের ম্যাচটি দারুণ কাজে আসতে পারে সেলেসাওদের।

২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।
ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটি এবার ঘরে তুলতে চায় ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি। এদিকে, সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ দিয়েছে ব্রাজিল শিবির। অনুশীলনে চোট পেয়েছেন দলটির সেরা তারকা নেইমার জুনিয়র।

গতকাল অনুশীলনে ব্রাজিলের সেরা একাদশ ও রিজার্ভ দলের মধ্যে খেলা হচ্ছিল। লিও অর্তিজ ও দানিলোর সঙ্গে বল দখলের লড়াই করছিলেন নেইমার। সেখানে নেইমারের ডান পা বুটের নিচে পড়ে যায়। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে অনুশীলন ছাড়েন তিনি। নেইমারকে পর্যবেক্ষণে রেখেছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। নেইমার আজ খেলবেন কিনা- তা এখনো নিশ্চিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *