ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের পক্ষে নির্বাচনী প্রচারে কাজ করবেন বলে সম্মতি দিয়েছেন ঢাকা-৭ সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। দলের কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষপর্যায়ের নেতাদের নির্দেশে তিনি সাঈদ খোকনের পক্ষে কাজ করতে রাজি হয়েছেন বলে জানা গেছে। গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের বাসার পাশে চকবাজারের শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান সাঈদ খোকন। হাজী সেলিমও তখন সেখানেই ছিলেন। এ সময় হাজী সেলিম উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, সাঈদ খোকন ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার জন্য সবাই দোয়া করবেন। তার পিতা ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফও ঢাকার উন্নয়নে অনেক কাজ করেছেন। সাঈদ খোকনও এলাকার উন্নয়নে কাজ করবেন। এ সময় সাঈদ খোকন বলেন, হাজী সেলিম এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ করছেন। আমিও মেয়র নির্বাচিত হয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই। এরপর তারা কোলাকোলি ও গলাগলি করে মসজিদ থেকে বের হয়ে আসেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দলের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন। নামাজ শেষে সবাই চলে যান নবাবপুরের আরজু হোটেলে। সেখানেই কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে দুপুরের খাবার খান হাজী সেলিম ও সাঈদ খোকন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাঈদ খোকন বলেন, হাজী সেলিম শাহী মসজিদে নামাজ পড়ার জন্য আমাকে টেলিফোন করেছিলেন। আমি সবার দোয়া নিতে এখানে এসেছি।
প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচনে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৭-এর স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম দলের সমর্থনপ্রত্যাশী ছিলেন। এজন্য মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান তিনি।