সঠিক সিদ্ধান্ত না নিলে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বুধবার পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল বোল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। এবার এ মন্তব্যের জন্য ইমরানকে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি ইমরানকে সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি দিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, শাহবাজ শরিফ আজ বৃহস্পতিবার তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সে পোস্টে তিনি ইমরান খানকে কড়া ভাষায় আক্রমণ করেন।
টুইটে শাহবাজ শরিফ লেখেন, ‘যখন আমি তুরস্কের সঙ্গে চুক্তি করছি, তখন দেশ নিয়ে নগ্ন মন্তব্য করলেন ইমরান নিয়াজি।তিনি যে রাষ্ট্রীয় ক্ষমতার অযোগ্য তা প্রমাণে তার সর্বশেষ সাক্ষাৎকারই যথেষ্ট।’
ইমরানের উদ্দেশে শাহবাজ আরও লেখেন, ‘আপনি রাজনীতি করুন, পাকিস্তান বিভক্তের বিষয়ে সীমা লঙ্ঘনের দুঃসাহস করবেন না।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, ‘এই বিবৃতিতে বোঝা যায় তারা (পিটিআই) ষড়যন্ত্রে আছে, রাজনীতিতে নয়।’
এদিকে, গতকালের সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে। পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা হারালে তিন টুকরো হয়ে যাবে পাকিস্তান। যদি চলতি সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয়, তবে এ দেশ আত্মঘাতী হতে যাচ্ছে।’
ইমরান খান বলেন, ‘পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রবিন্দু অন্য কোথাও ছিল বলে আভাস মিলেছে। ক্ষমতার ভরকেন্দ্রটি কোথায় ছিল, তা সবার জানা। পাকিস্তান যদি দেউলিয়া হয়ে যায়, তবে দেশের জন্য এর চেয়ে আর খারাপ কী ঘটতে পারে।’ তার মতে, প্রতিষ্ঠানগুলো যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তবে পাকিস্তান ভেঙে তিন টুকরো হয়ে যাবে।’
ইমরান আরও বলেন, ‘বেলুচিস্তানকে বিচ্ছিন্ন করতে বিদেশে ভারতীয় থিংকট্যাংকগুলো চিন্তাভাবনা করছে। তাদের পরিকল্পনা রয়েছে। যে কারণে আমি চাপ দিয়ে যাচ্ছি।’ তবে কাকে তিনি চাপ দিচ্ছেন, সেই কথা উল্লেখ করেননি।